• Home
  • About Us
    • Founder’s Message
    • Where We Work
    • Management
      • Executive Council
      • Our Team
    • Resources
      • Brochures
      • Annual Reports
      • Annual Audit Reports
      • Handbook & Tools
  • Activity
    • Events
    • Our Partners
    • Programmes
      • Ongoing
      • Completed
    • Announcements
    • Press Release
  • News
    • News
    • Media Coverage
  • Contact
  • Webmail
Home > Articles by: News Network
By:News Network

যশোরে শুরু সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ

যশোরে শুরু সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ

নিউজ সোর্সঃ https://www.protidinerkatha.com.bd/12927/

নিজস্ব প্রতিবেদক : যশোরে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ‘সাংবাদিকদের নিরাপত্তা: ঝুঁকি চিহ্নিতকরণ, নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন ও দায়মুক্তি’ বিষয়ক প্রশিক্ষণ। রোববার বেসরকারি সংস্থা বাঁচতে শেখা মিলনায়তনে এ প্রশিক্ষণ শুরু হয়। ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় নিউজ নেটওয়ার্ক ও উদয়ঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) এ প্রশিক্ষণের আয়োজন করেছে। এতে যশোরে কর্মরত বিভিন্ন সংবাদপত্র, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার ২৫ সাংবাদিক অংশগ্রহণ করছেন।
প্রথম দিনের শুরুতে প্রশিক্ষণার্থীদের প্রত্যাশা নির্ণয় ও প্রশিক্ষণের প্রাক-মূল্যায়ন করা হয়। এরপর সাংবাদিকতার নৈতিকতা, দায়িত্ব ও কর্তব্য, সাংবাদিকতার মৌলিক মূল্যবোধ, সাংবাদিকদের ক্রমবর্ধমান ঝুঁকি চিহ্নিতকরণ, মূল্যায়ন ও নিরাপত্তা চিহ্নিতকরণের ব্যবস্থা প্রভৃতি বিষয়ের ওপর প্রশিক্ষণ দেন নিউজ নেটওয়ার্ক’র সম্পাদক ও অন্তর্জাতিক সংবাদ মাধ্যম ইন্টার প্রেস সার্ভিসেস’র দক্ষিণ এশিয়া বিষয়ক উপদেষ্টা ও প্রতিনিধি শহিদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন নিউজ নেটওয়ার্ক’র যশোরের সমন্বয়ক ফারাজী আহমেদ সাঈদ বুলবুল ও কর্মকর্তা মুসলিমা আক্তার মৌ।

By:News Network

সাংবাদিকতায় নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে

সাংবাদিকতায় নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে

নিউজ সোর্সঃ https://voiceofsatkhira.com/2018/10/17/122267.html

‘মেক মিডিয়া ফ্রী, জিডিপি উইল ইনক্রিস অ্যাট লিস্ট টু পার্সেন্ট’ নোবেল বিজয়ী ড. অমর্ত্য সেনের এই উক্তিকে সামনে রেখে সাতক্ষীরায় অনুষ্ঠিত এক কর্মশালায় বক্তারা বলেন এর মধ্যে নিহিত রয়েছে জবাবদিহিতা, স্বচ্ছতা, সুশাসন, গণতন্ত্রকে শাণিত করা সহ নানা উদ্দেশ্য। এই লক্ষ্যে বিশ্বব্যাপী ফ্রীডম অব প্রেস এখন এক চলমান আন্দোলন বলে উল্লেখ করেন তারা।

এ প্রসঙ্গে বক্তারা আরও বলেন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া ওয়াচ ডগের ভূমিকা পালন করে আসছে। তারা গেইটকীপার হিসাবেও দায়িত্ব পালন করছে। এ জন্য সাংবাদিক ও মিডিয়া গেইটকীপারদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত হওয়া দরকার। এর সাথে সাথে নারী সাংবাদিকতাকে জোরদার করার ওপরও গুরুত্ব আারোপ করেন তারা।
‘সাংবাদিকদের নিরাপত্তা,ঝুঁকি চিহ্ণিতকরণ, নিরাপত্তা পরিকল্পনা প্রনয়ণ ও দায়মুক্তি বিষয়ক প্রশিক্ষন’ শীর্ষক কর্মসূচিতে এসব কথা তুলে ধরেন আয়োজকরা। বুধবার সকালে সাতক্ষীরার বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিকের সম্পাদক এবং সিনিয়র সাংবাদিকদের নিয়ে প্রেসক্লাবের শহিদ সম আলাউদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই প্রশিক্ষণ কর্মশালা। এতে তারা বলেন সাংবাদিকদের নিরাপত্তা ঝুঁকি যথাযথভাবে মোকাবেলা করা গেলে গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত হবে। দেশ আরও সমৃদ্ধ হবে। অচিরেই বাংলাদেশ এমন একটি জায়গায় পৌঁছাতে পারবে বলেও মন্তব্য করেন তারা।

সাংবাদিকরা বহুমুখী নিরাপত্তা ঝুঁকির মধ্যে দায়িত্ব পালন করছেন উল্লেখ করে তারা বলেন এই পেশা ঝুঁকির পেশা। পরিসংখ্যান তুলে ধরে তারা বলেন ২০১৫ সালে বিশ্বে ৭১ জন সাংবাদিক খুন হয়েছেন। এর মধ্যে বাংলাদেশে খুন হয়েছেন কমপক্ষে ৩ জন সাংবাদিক। এর আগে ২০০৬ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত বিশ্বে ৬৮০ জন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন। এর মধ্যে বিচার হয়েছে মাত্র ৬ শতাংশের। বাকি ৯৪ শতাংশ হত্যাকান্ড দায়মৃুক্তির পর্যায়ে চলে গেছে বলে মন্তব্য করেন তারা। সাংবাদিক হত্যা এবং তার বিচার না হওয়ার যে সংস্কৃতি বহমান তা থেকে বেরিয়ে আসতে কাজ করছে নিউজ নেটওয়ার্কসহ বহু সংগঠন।
নিউজ নেটওয়ার্কের সম্পাদক প্রবীণ সাংবাদিক শহীদুজ্জামানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় আরও বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোজাম্মেল হোসেন বকুল ওরফে সাজ্জাদ বকুল। এ সময় নিউজ নেটওয়ার্কের মনিটরিং অফিসার শ্যামল সিংহ রায় এবং সাতক্ষীরা জেলা সমন্বয়কারী এম কামরুজ্জামান প্রমূখ উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের নিরাপত্তা ঝুঁকি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে জানিয়ে আলোচকরা বলেন এই ঝুঁকি রাজধানী ঢাকায় অপেক্ষাকৃত কম হলেও ঢাকার বাইরে তা অনেক বেশি। হত্যা, হত্যার হুমকি, মানসিক চাপ, শারীরিক আঘাত, হামলা ও মামলার ঘটনা বেড়েই চলেছে উল্লেখ করে তারা বলেন সরকার ও প্রশাসনের নানা অনিয়ম , দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা নিয়ে কথা বললেই এ অবস্থার সৃষ্টি হচ্ছে । দেশ যতোই উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে ততই হত্যা হুমকি ও ঝুঁকি বাড়ছে বলেও উল্লেখ করা হয় কর্মশালায়। এ চিত্র কেবল বাংলাদেশের নয় , সারা বিশ্বের বলে উল্লেখ করেন তারা। কর্মশালায় তারা বলেন মিডিয়ার কাজ কোনো উন্নয়ন বন্ধ করা নয়, মিডিয়ার কাজ কোনো গনমুখী কর্মকান্ডে বাধা দান নয় , কাউকে নিরুৎসাহিত করা নয়। বরং মিডিয়ার কাজ সবকিছু জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা। নিয়মতান্ত্রিকতা নিশ্চিত করা। এ প্রসঙ্গে তারা দেশের স্বাধীনতা , সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় অখন্ডতা ছাড়াও জাতীয় সংগ্রাম ,মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলনসহ নানা বিষয়ের ওপর আলোকপাত করে বলেন এসব যাতে প্রশ্নবিদ্ধ না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

একজন সাংবাদিক তার পেশাগত দায়িত্ব পালন কালে ব্যক্তিগত নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়তে পারেন। তাকে আটক করা, কারাগারে নিক্ষেপ করা, তার দেহ তল্লাশি করা, তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দেওয়া, দেশ থেকে নির্বাসন দেওয়া, তার রোগ সংক্রমন বৃদ্ধি পাওয়া, দুর্নীতিবাজ বা পাচারকারীদের শিকার হওয়া এমনকি নানাভাবে প্রলুব্ধ হবারও ঝুঁকি রয়েছে। যুদ্ধ ক্ষেত্রে , বিক্ষোভ মিছিলে, আন্দোলনে, সহিংসতার সময় তিনি আক্রান্ত হতে পারেন। লিঙ্গ ভিত্তিক সহিংসতার ধরন পরিবর্তিত হতে পারে জানিয়ে তারা বলেন এমনকি একজন সাংবাদিকের সংবাদ বিষয়ক উপকরণ চুরি ও তা বাজেয়াপ্ত হতে পারে। তিনি ডিজিটাল হুমকি, লিখিত হুমকি এমনকি তিনি সন্ত্রাসী অথবা আইনশৃংখলা বাহিনীর কড়া নজরদারির মধ্যেও পড়তে পারেন। সংবাদপত্রে অগ্নিসংযোগ, সংবাদপত্র ভবনে হামলা, ভাংচুর, ব্যবহার্য উপকরন বাজেয়াপ্ত, মাঠ পর্যায়ে ক্যামেরা ভাঙা, ই মেইল, ফেসবুক এবং অনলাইনে ট্রলসের মাধ্যমেও তিনি হুমকির মধ্যে পড়তে পারেন। সর্বত্র ডিজিটাল হয়রানি, সহিংস হামলা, প্রাকৃতিক দুর্যোগ সহ নানা বিষয়ে একজন সংবাদকর্মী বারবার আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন। এ প্রসঙ্গে আলোচক বক্তারা মিডিয়া ও গেটকীপারদের নিরাপত্তার ঝুঁকি ব্যবস্থাপনার ওপর গুরুত্ব আরোপ করেন।
রাজধানী ঢাকার বাইরে সাংবাদিকরা কেন বেশি ঝুঁকির মধ্যে এমন প্রশ্নের উত্তরে নিউজ নেটওয়ার্ক সম্পাদক শহীদুজ্জামান বলেন, সচরাচর ‘ভেস্টেট কোয়ার্টার’ (পরিত্যক্ত ভবন) এর লোকজন এই সুযোগ গ্রহন করে থাকে। এ প্রসঙ্গে তিনি বলেন, ছোট ছোট শহরে সাংবাদিকরা নীতিগত বিষয়ে অনেকটা পশ্চাদপদ। তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত। তারা সাংবাদিকতার সাথে সাথে ব্যবসা বানিজ্য এবং সামাজিক অর্থনৈতিক নানা বিষয়ে জড়িত থাকেন। তাদের মধ্যে দুর্নীতি আছে। তারা ফুল টাইমার সাংবাদিক নন। পেশাদার সাংবাদিকের সংখ্যাও কম। তাদের মধ্যে রাজনৈতিক ও আদর্শগত বিরোধও আছে। এসব কারনে চোরাচালানি, পাচারকারী এবং ডগলর্ডদের দ্বারা তারা আক্রান্ত হয়ে থাকেন। ঢাকা হাউজ থেকে নিয়োগ দেওয়ার সময় তাদের শিক্ষাগত যোগ্যতা এবং সামাজিক ও রাজনৈতিক অবস্থান বিবেচনা না করাও এধরনের হামলার অন্যতম কারন বলে উল্লেখ করা হয়।

বক্তারা বলেন, সাংবাদিকতায় নৈতিক চর্চা বাড়াতে হবে , রিপোর্টিংয়ে বস্তুনিষ্ঠতা নিশ্চিত করতে হবে এবং সম্পাদনার ক্ষেত্রে পক্ষপাতহীনতার গুরুত্ব দিতে হবে। নির্বাহী সম্পাদক ও সহ সম্পাদককে গেইটকীপারের সঠিক দায়িত্ব পালন করতে হবে। এমনটি করা গেলে ঝুঁকি অনেকটাই প্রশমিত হতে পারে বলে উল্লেখ করেন তারা।
কোন ঝঁুঁকিপূর্ন ঘটনা নিয়ে রিপোর্টিংয়ের সময় সংবাদকর্মীদের গ্রুপগতভাবে কাজ করানো, তথ্য বিনিময়ের সুযোগ থাকা এবং শারীরিকভাবে আঘাতপ্রাপ্তদের রক্ষা করার দায়িত্ব নিতে হবে।

পরিসংখ্যান তুলে ধরে প্রশিক্ষণ কর্মশালায় আলোচকরা আরও বলেন ২০০৬ সাল থেকে ২০১৩ সালের মধ্যে বিশ্বে ৫৯৩ জন সাংবাদিককে হত্যা করা হয়। এর মধ্যে ২০১২ সালে ১২৩ জন এবং ২০১৩ সালে ৯৩ জনকে হত্যা করা হয় জানিয়ে আয়োজকরা আরও বলেন, প্রতি ১০ টি কেসের মধ্যে ৯টিই অনিষ্পত্তিকৃত রয়ে গেছে। এমনকি ইউরোপ ও আমেরিকাতেও এ ধরনের ৬০ শতাংশ ঘটনার বিচার হয়নি। তারা ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস’ (সিপিজে) এর পরিসংখ্যান তুলে ধরে আরও বলেন, গত ২২ বছরে বাংলাদেশে ৩০ জন সাংবাদিক খুন হয়েছে। এ অবস্থা থেকে সাংবাদিকদের সুরক্ষা দিতে হলে তাদের নতুন পরিকল্পনা হাতে নিতে হবে। ঝুঁকি প্রশমনে নতুন নতুন উদ্যোগ নিতে হবে।

দেশে নারী সাংবাদিকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে না মন্তব্য করে কর্মশালার সভাপতি শহীদুজ্জামান বলেন, নিউজ নেটওয়ার্ক ১৯৯৮ সাল থেকে নারী সাংবাদিকদের ট্রেনিং করিয়ে ফেলোশিপ দিয়ে আসছে। ১৪ বছরে ৩৫০ জন নারীকে প্রশিক্ষন দেওয়ার তথ্য তুলে ধরে তিনি বলেন, তারা এখন বড় বড় মিডিয়া হাউজের প্রতিনিধিত্ব করেন। অনেকে বিদেশে পিএইচডি করছেন এবং অনেকে মাঠ পর্যায়ের সাংবাদিকতায় খ্যাতি লাভ করেছেন। নারী সাংবাদিকদের নিরাপদে কাজ করার পরিবেশ তৈরি করে দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করে তারা বলেন, তাদেরকে দায়িত্ব দেওয়া হলে অন্যদের তুলনায় তারা ভালো কাজ দেখাতে পারেন। পেশাগত দক্ষতার ফলে তারা সর্বোচ্চ সফলতা দেখাতে পেরেছেন। ১৯৯০ সালে প্রতিষ্ঠিত ওয়াশিংটন ভিত্তিক ইন্টারন্যাশনাল উইমেন্স মিডিয়া ফাউন্ডেশন এবং ২০০৩ সালে প্রতিষ্ঠিত লন্ডন ভিত্তিক ইন্টারন্যাশনাল নিউজ সেফটির তথ্য তুলে ধরে তারা বলেন, ২০১৩ থেকে ২০১৪ সালের মধ্যে ৯৭৭জন নারী সাংবাদিক যৌন হয়রানির শিকার হয়েছেন। তাদের মধ্যে ৬৪ শতাংশ নারী তার অফিস বস, উর্ধতন কর্মকর্তা অথবা সহকর্মীর যৌন হয়রানির মুখে পড়েছেন। তারা মিডিয়া হাউসের বাইরের চেয়ে ভেতরে বেশি হয়রানির মধ্যে রয়েছেন। এর মধ্যে ৬০ ভাগ তার বস দ্বারা এবং ৪০ ভাগ অন্যদের দ্বারা হয়রানির শিকার হয়েছেন তারা।

নারী সাংবাদিকদের ৪৬ শতাংশ কর্মক্ষেত্রে হয়রানির শিকার হয়েছেন জানিয়ে তারা বলেন, এরই মধ্যে বলিউড থেকে ছড়িয়ে পড়েছে ‘মি ঠু’ আন্দোলন। এ প্রসঙ্গে তারা ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী দ্য এশিয়ান এজ এর প্রাক্তন সম্পাদক এমজে আকবরের দৃষ্টান্ত তুলে ধরে বলেন, যৌন হয়রানির অভিযোগ মাথায় নিয়ে তিনি পদত্যাগে বাধ্য হয়েছেন। তবে পরে তিনি কয়েকজন নারী সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। অপরদিকে কমপক্ষে ২০ জন নারী সাংবাদিক তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলে ‘মি ঠু’ আন্দোলনে যোগ দিয়েছেন।

দুদিনের এই প্রশিক্ষণ কর্মশালায় যোগ দেন সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, দৈনিক দক্ষিনের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহি, দৈনিক পত্রদূতের উপদেষ্টা সম্পাদক অধ্যক্ষ আনিসুর রহিম, দৈনিক পত্রদূত সম্পাদক লায়লা পারভিন সেঁজুতি, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, দৈনিক দৃষ্টিপাত এর নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্লা, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার নির্বাহী সম্পাদক শেখ তানজির আহমেদ, সাপ্তাহিক সূর্যের আলো সম্পাদক আবদুল ওয়ারেশ খান চৌধুরী , প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবদুল বারী, দৈনিক যুগান্তর ও এনটিভির সাংবাদিক সুভাষ চৌধুরী প্রমূখ।

প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকতা পেশায় নারী সাংবাদিকদের আগ্রহী করে তোলার ওপর গুরুত্ব আরোপ করে বলা হয় এ জন্য সম্পাদকরা জোরালো ভূমিকা রাখতে পারেন। তারা তাদের উৎসাহিত করলে নারী সাংবাদিকতা আরও বেগবান হতে পারবে বলেও মন্তব্য করেন আলোচকরা।

By:News Network

‘এমন নিউজ করবেন না যে নিউজ দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে’

‘এমন নিউজ করবেন না যে নিউজ দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে’

সোর্সঃ https://voiceofsatkhira.com/2018/10/16/122121.html

শাহিদুর রহমান : সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মো: সাজ্জাদুর রহমান বলেছেন ‘পুলিশের কাছে নো নিউজ ইজ গুড় নিউজ, আর সাংবাদিকদের কাছে ব্যাড নিউজ ইজ গুড নিউজ। সাংবাদিকদের হাতে একটি কলম রয়েছে, সেই কলম তিনি যেভাবে ইচ্ছে তা ঘুরাতে পারেন। কিন্তু পুলিশের সেই স্বাধীনতা নেই বরং কাজের ক্ষেত্রে পুলিশের অনেক জবাবদিহিতা রয়েছে। তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, আপনারা ব্যাড নিউজ করেন তাতে সমস্যা নেই। তবে ব্যাড নিউজ করার ক্ষেত্রে একটু ভাবা প্রয়োজন। ব্যাড নিউজ আপনাদের এমন ভাবে উপস্থাপন করতে হবে যাতে সেই নিউজটি দেশ ও জাতির কল্যানে কাজে লাগে। সাংবাদিকরা এমন নিউজ করবেন না যে নিউজ দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে এবং দেশে অরাজগ পরিস্থিতির সৃষ্টি হয়। তিনি বলেন, আপনারা (সাংবাদিকরা ) নিউজ করতে যেয়ে ঝুকির মধ্যে পড়তে পারেন এমন নিউজ সংগ্রহ করতে যাওয়ার আগে পুলিশকে অবহিত করলে পুলিশ সব ধরনের সহযোগিতা করবে। দেশের বর্তমান উন্নয়ন চিত্র তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ এখন আর ছোট দেশ নয়। এদেশে এখন বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। সেই সব মেগা প্রকল্প নিয়ে রিপোর্ট করতে হবে। আমাদেরকে দেশের উন্নয়নে কলম ধরতে হবে’।

সাতক্ষীরায় “সাংবাদিকদের নিরাপত্তা : ঝুকি চিহ্নিতকরন, নিরাপত্তা পরিকল্পনা প্রনয়ন ও দায়মুক্তি” বিষয়ক পাঁচ দিনের সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার সমপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার এসব কথা বলেন।

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের শহীদ স. ম আলাউদ্দিন মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিউজ নেটওয়ার্কের আয়োজনে এবং ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় গত ১২ অক্টোবর সকালে দ্বিতীয় ব্যাচের এই কর্মশালা উদ্বোধন করা হয়েছিল। ১৬ অক্টোরব তা শেষ হয়েছে।
নিউজ নেটওয়ার্কের সম্পাদক শহীদুজ্জামানের সভাপতিত্বে দ্বিতীয় ব্যাচের সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: মোজাম্মেল হোসেন বকুল ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নিউজ নেটওয়ার্কের সাতক্ষীরা জেলা সমন্বয়কারী এটিএন বাংলার স্টাফ রিপোর্টার , ভয়েস অব সাতক্ষীরার সম্পাদক এম কামরুজ্জামান।

কর্মশালায় সাংবাদিকদের নিরাপত্তা, ঝুকি চিহ্নিতকরন, নিরাপত্তা পরিকল্পনা প্রনয়ন ও দায়মুক্তি, সাংবাদিকদের নৈতিকতা, দায়িত্ব ও কর্তব্য, সাংবাদিকদের মৌলিক মূল্যবোধ ও তাদের সুরক্ষাসহ নানা বিষয় নিয়ে পাঁচদিন ব্যাপী এই কর্মশালায় আলোচনা করা হয়।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মো: সাজ্জাদুর রহমান প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

প্রসঙ্গত, পৃথক দু’টি ব্যাচে (৭ থেকে ১১ অক্টোবর এবং ১২ থেকে ১৬ অক্টোবর ) সাতক্ষীরায় কর্মরত ৫০ জন সাংবাদিক পাঁচ দিন ব্যাপী এই সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

By:News Network

সাতক্ষীরায় নিউজ নেটওয়ার্কের ৫ দিনের সাংবাদিক প্রশিক্ষণের উদ্বোধন

সাতক্ষীরায় নিউজ নেটওয়ার্কের ৫ দিনের সাংবাদিক প্রশিক্ষণের উদ্বোধন

নিউজ সোর্সঃ https://dailysatkhira.com/news/71811

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় “সাংবাদিকদের নিরাপত্তা : ঝুকি চিহ্নিতকরন, নিরাপত্তা পরিকল্পনা প্রনয়ন ও দায়মুক্তি” বিষয়ক (দ্বিতীয় ব্যাচ ) পাঁচ দিনের সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

নিউজ নেটওয়ার্কের আয়োজনে এবং ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় শুক্রবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের শহীদ স.ম আলাউদ্দিন মিলনায়তনে উক্ত কর্মশালাটির উদ্বোধন করা হয়। নিউজ নেটওয়ার্কের সম্পাদক শহীদুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালার উদ্বোধন করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ। বক্তব্য রাখেন ,নিউজ নেটওয়ার্কের সাতক্ষীরা জেলা সমন্বয়কারী এটিএন বাংলার স্টাফ রিপোর্টার,ভয়েস অব সাতক্ষীরার সম্পাদক এম কামরুজ্জামান ও নিউজ নেটওয়ার্কের মনিটরিং অফিসার শ্যামল কান্তি সিংহ রায়।

কর্মশালায় সাংবাদিকদের নিরাপত্তা, ঝুকি চিহ্নিতকরন, নিরাপত্তা পরিকল্পনা প্রনয়ন ও দায়মুক্তি, সাংবাদিকদের নৈতিকতা, দায়িত্ব ও কর্তব্য, সাংবাদিকদের মৌলিক মূল্যবোধ নিয়ে প্রশিক্ষনের প্রথম দিন বিস্তারিত আলোচনা করা হয়।

দ্বিতীয় ব্যাচের এই সাংবাদিক কর্মশালায় সাতক্ষীরায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার ২৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। আগামী ১৬ অক্টোবর মঙ্গলবার পাঁচ দিন ব্যাপী এই সাংবাদিক কর্মশালা শেষ হবে।

প্রসঙ্গত, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে নিউজ নেটওয়ার্কের “ সাপোটিং হিউম্যান রাইটস ডিফেন্ডারস ওয়ার্কিং ফর উমেনস অ্যান্ড গার্লস রাইটস ইন বাংলাদেশ ” শীর্ষক প্রকল্পের আওতায় সাতক্ষীরাতে কার্যক্রম গ্রহণ করা হয়েছে। নিউজ নেটওয়ার্ক আগামী তিন বছর মেয়াদি এই প্রকল্পের মাধ্যমে বিশেষ করে নারী ও বালিকাদের মানবাধিকার রক্ষায় স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, সব ধর্মের ধর্মীয় নেতা, এনজিও ও সিভিল সোসাইটির নেতৃবৃন্দের সমন্বয়ে বিভিন্ন সময়ে মতবিনিময় সভা, প্রশিক্ষণসহ বিভিন্ন কর্মসূচী পালন করবে।

By:News Network

দিনাজপুরে দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার সম্পাদকদের ২ দিনব্যাপী প্রশিক্ষন সম্পন্ন

দিনাজপুরে দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার সম্পাদকদের ২ দিনব্যাপী প্রশিক্ষন সম্পন্ন

News Source: http://crimevision24.com/news/73455

প্রকাশ : ০৩ অক্টোবর ২০১৮, ০৫:২৭ পিএম

বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের স্থানীয় বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার সম্পাদকদের নিয়ে সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষন গতকাল বুধবার সম্পন্ন হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় এ প্রশিক্ষন বাস্তবায়ন করছেন ঢাকার নিউজ নেটওয়ার্ক ও উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)।

গত ০২ থেকে ০৩ অক্টোবর পর্যন্ত দুই দিনব্যপী স্থানীয় বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার সম্পাদকদের নিয়ে দুই দিনব্যাপী এ প্রশিক্ষন দিনাজপুর বালুবাড়ী এলাকায় পল্লীশ্রী নামের একটি বে-সরকারি সংস্থার হলরুমে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষক ছিলেন নিউজ নেটওয়ার্কের সম্পাদক শহীদুজ্জামান।

By:News Network

যশোরে নিউজ নেটওয়ার্কের আঞ্চলিক কর্মশালা

যশোরে নিউজ নেটওয়ার্কের আঞ্চলিক কর্মশালা

নিউজ সোর্সঃ https://voiceofsatkhira.com/2018/08/01/112866.html

 
বাংলাদেশে নারী ও বালিকাদের মানবাধিকার প্রতিষ্ঠায় মানবাধিকার রক্ষাকর্মীদের সুরক্ষার জন্য আইন প্রণয়নের দাবি উঠেছে। বুধবার যশোরে নিউজ নেটওয়ার্কের উদ্যোগে অনুষ্ঠিত ‘রিজিওনাল প্রজেক্ট স্টার্ট-আপ ওয়ার্কসপে’ বক্তারা এ দাবি তুলে ধরেন। কর্মশালায় যশোর ও সাতক্ষীরা জেলার বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক, আইনজীবী, সিভিল সোসাইটি ও এনজিও প্রতিনিধি এবং বিভিন্ন ধর্মীয় নেতারা অংশ নেন।

বাংলাদেশে নারী ও মেয়েদের অধিকার সুরক্ষা কার্যক্রমের আওতায় যশোর সার্কিট হাউজে অনুষ্ঠিত ওয়ার্কসপে নিউজ নেটওয়ার্কের প্রধান সম্পাদক শহীদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হুসাইন শওকত।

বিশেষ অতিথি ছিলেন যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান।

কর্মশালার দ্বিতীয় পর্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নিউজ নেটওয়ার্কের প্রোগ্রাম স্পেশালিস্ট রেজাউল করিম, যশোরের সমন্বয়কারী ইত্তেফাক’র স্টাফ রিপোর্টার ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, বাংলাদেশ হিউম্যান রাইটস্ ডিফেন্ডারস্ ফোরাম (বিএইচআরডিএফ)-এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, যশোর কমিটির সভাপতি হাসিব নেওয়াজ, নিউজ নেটওয়ার্কের সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি অধ্যাপক আনিসুর রহিম, সাতক্ষীরা কমিটির সাধারণ সম্পাদক ভয়েস অব সাতক্ষীরার সম্পাদক এম. কামরুজ্জামান, যশোর কমিটির সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ রায়, কোষাধ্যক্ষ তহমিনা বিশ্বাস।

আলোচনায় অংশ গ্রহন করেন, নিউজ নেটওয়ার্কের সাতক্ষীরা জেলা কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাতক্ষীরা জেলা ককার্স সদস্য অধ্যক্ষ ইমদাদুল হক, যশোরের সাংবাদিক ইকরাম-উদ-দৌলা, প্রথম আলোর মনিরুল ইসলাম, সাতক্ষীরা জেলা কমিটির কোষাধ্যক্ষ নাজমুল আলম মুন্না, সাতক্ষীরা জেলা কমিটির সদস্য অ্যাডভোকেট নাজমুন নাহার ঝুমুর, মাওলানা শাখাওয়াত উল্যাহ, সাংবাদিক সুমন মুখার্জী, সাংবাদিক আমিনা বিলকিস ময়না, যশোরের এনজিও সংগঠক বীথিকা সরকার, যশোরের সাংবাদিক সরোয়ার হোসেন প্রমুখ।

কর্মশালায় জানানো হয় নারীদের জন্য বিশ্বের ১০টি ভয়ঙ্কর নগরীর মধ্যে ঢাকা সপ্তম। ২০১৫ সালে প্রতি পাঁচজন নারীর একজন বা ৮০ শতাংশ বাংলাদেশি নারী কোনো না কোনো সহিংসতার শিকার হন।
কর্মশালায় বক্তারা বলেন, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী ও বালিকারা সবচেয়ে বেশি সাইবার ক্রাইমের শিকার হচ্ছেন। অথচ বিচারের জন্য ঢাকাতে একমাত্র সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল রয়েছে। সারা বাংলাদেশে সাইবার ক্রাইম সংক্রান্ত যে ঘটনা ঘটে তার বিচার পেতে হলে ওই ট্রাইব্যুনালেই তাকে যেতে হয়। অথচ যারা নির্যাতনের শিকার হচ্ছেন তাদের বেশির ভাগই নিম্মবৃত্ত বা দরিদ্র শ্রেণীর মানুষ। তাদের পক্ষে ঢাকাতে গিয়ে ন্যায় বিচার পাওয়া বা ন্যায় বিচার চাওয়া কতটা সম্ভব সরকারকে তা ভেবে দেখা উচিত। বক্তারা প্রতিটি জেলায় একটি করে সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল স্থাপনের জোর দাবি জানান।

By:News Network

মানবাধিকার রক্ষাকর্মীদের সুরক্ষার জন্য আইন প্রণয়নের দাবি

মানবাধিকার রক্ষাকর্মীদের সুরক্ষার জন্য আইন প্রণয়নের দাবি

নিউজ সোর্সঃ https://www.protidinerkatha.com.bd/9084/

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নারী ও বালিকাদের মানবাধিকার প্রতিষ্ঠায় মানবাধিকার রক্ষাকর্মীদের সুরক্ষার জন্য আইন প্রণয়নের দাবি উঠেছে। বুধবার যশোরে নিউজ নেটওয়ার্কের উদ্যোগে অনুষ্ঠিত ‘রিজিওনাল প্রজেক্ট স্টার্ট-আপ ওয়ার্কসপে’ বক্তারা এ দাবি তুলে ধরেন।

কর্মশালায় যশোর ও সাতক্ষীরা জেলার গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক, সিভিল সোসাইটি ও এনজিও প্রতিনিধি এবং বিভিন্ন ধর্মীয় নেতারা অংশ নেন।

বাংলাদেশে নারী ও মেয়েদের অধিকার সুরক্ষা কার্যক্রমের আওতায় যশোর সার্কিট হাউজে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হুসাইন শওকত। সভাপতিত্ব করেন ওয়ার্কসপে নিউজ নেটওয়ার্কের প্রধান সম্পাদক শহীদুজ্জামানর। বিশেষ অতিথি ছিলেন যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান। সঞ্চালনা করেন নিউজ নেটওয়ার্কের যশোরের সমন্বয়কারী দৈনিক প্রতিদিনের কথার ভারপ্রাপ্ত সম্পাদক ফারাজী আহমেদ সাঈদ বুলবুল।

বক্তব্য রাখেন নিউজ নেটওয়ার্কের প্রোগ্রাম স্পেশালিস্ট রেজাউল করিম, বাংলাদেশ হিউম্যান রাইটস্ ডিফেন্ডারস্ ফোরাম (বিএইচআরডিএফ)-এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, যশোর কমিটির সভাপতি হাসিব নেওয়াজ, সাতক্ষীরা কমিটির সভাপতি আনিসুর রহিম, সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, যশোর কমিটির সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ রায়, কোষাধ্যক্ষ তহমিনা বিশ্বাস প্রমুখ।
কর্মশালায় জানানো হয় নারীদের জন্য বিশ্বের ১০টি ভয়ঙ্কর নগরীর মধ্যে ঢাকা সপ্তম। ২০১৫ সালে প্রতি পাঁচজন নারীর একজন বা ৮০ শতাংশ বাংলাদেশি নারী কোনো না কোনো সহিংসতার শিকার। এর থেকে উত্তরণে সকলকে একযোগে কাজ করতে হবে।

By:News Network

Enacting laws for human rights defenders stressed

ENACTING LAWS FOR HUMAN RIGHTS DEFENDERS STRESSED

RANGPUR, July 17, 2018 (BSS) – Human rights activists at a workshop have stressed on enacting laws to ensure safety and security of the human rights defenders to promote their activities for protecting rights of the women and girls. They expressed the views at the regional project start-up workshop styled ‘Supporting Human Rights Defenders Working for Women’s and Girls’ Rights in Bangladesh’ project held at RDRS auditorium here on Monday afternoon.

From left News Network Editor & CEO Shahiduzzaman, Rangpur City Mayor Mostafizar Rahman Mostafa and Executive Director of USS Alauddin Ali are seen in the picture

The News Network jointly with Udayankur Seba Sangstha (USS) organised the event participated by 70 editors, journalists, NGO officials, religious leaders, human and women rights activists from five districts of Rangpur division.

Chief Executive Officer and Editor of the News Network Shahiduzzaman presided over the workshop and narrated goals of the project being implemented in Rangpur, Satkhira, Jashore, Rajshahi, Nilphamari, Dinajpur, Lalmonirhat and Kurigram districts. Mayor of Rangpur Mostafizar Rahman Mostafa attended the event as the chief guest. Executive Director of USS Alauddin Ali as the special guest spoke on the occasion moderated by President of Rangpur Press Club Sadrul Alam Dulu. The participants raised issues and problems being faced by grassroots level human rights defenders while preventing repression, torture and violence against women, adolescents, child marriage and sexual harassment.

Shahiduzzaman said the journalists, civil society members and religious leaders are working as human rights defenders without any legal protection to protect human rights of the oppressed and tortured women and girls to build a better society. “The government should stand beside the human rights defenders by enacting necessary laws so that they could contribute more to protect rights of the women and girls for their proper development to attain sustainable development goals (SDGs). The chief guest said the present government has taken sensible steps to ensure equal rights of the women for flourishing their talents and leadership to accelerate women empowerment at all levels for attaining the SDGs.

Favouring for enactment of necessary laws for the human rights defenders, he stressed on joint efforts of government officials, public representatives and human rights activists for protecting human rights of the women and girls to speed up national progress.

By:News Network

বাংলাদেশ হিউম্যান রাইটস্ ডিফেন্ডারস্ ফোরাম-এর কেন্দ্রীয় কমিটি গঠন

বাংলাদেশ হিউম্যান রাইটস্ ডিফেন্ডারস্ ফোরাম-এর কেন্দ্রীয় কমিটি গঠন

নিউজ সোর্সঃ https://www.protidinerkatha.com.bd/7365/

সংবাদ বিজ্ঞপ্তিঃ রংপুরের সমাজকর্মী মোসফেকা রাজ্জাককে সভাপতি এবং যশোরের সমাজের কথার বার্তা সম্পাদক হাবিবুর রহমান মিলনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে বাংলাদেশ হিউম্যান রাইটস্ ডিফেন্ডারস্ ফোরাম (বিএইচআরডিএফ)-এর কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশে নারী ও বালিকাদের মানবাধিকার প্রতিষ্ঠায় মানবাধিকার রক্ষাকর্মীদের কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়। মঙ্গলবার রংপুরের আরডিআরএস সভাকক্ষে গঠনতন্ত্র প্রনয়ণ ও কমিটি গঠনের লক্ষ্যে কেন্দ্রীয় ককাসের প্রতিনিধিদের সমন্বয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নিউজ নেটওয়ার্কের প্রধান সম্পাদক শহীদুজ্জামানের সভাপতিত্বে সভায় ৮ জেলার কেন্দ্রীয় ককাসের ২৪ জন সদস্য অংশ নেন। সভায় বিএইচআরডিএফ-এর গঠনতন্ত্রের খসড়া অনুমোদন দেয়া হয়। নবগঠিত কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি মো. শফিকুল হক ছুটু (দিনাজপুর), যুগ্ম সম্পাদক মিল্লাদুর রহমান মামুন (নীলফামারী), কোষাধ্যক্ষ সাইদা ইয়াসমীন রুপা (কুড়িগ্রাম) এবং সদস্য এম কামরুজ্জামান (সাতক্ষীরা), রিমন রহমান (রাজশাহী), অ্যাডভোকেট আনজুমান আরা শাপলা (লালমনিরহাট) ও মাহবুবুল ইসলাম (রংপুর)। কমিটিতে ৫ জন উপদেষ্টা নির্বাচিত হন। তারা হলেন, এটিএম সামিউল হক (কুড়িগ্রাম), অধ্যাপক সরওয়ার মানিক (নীলফামারী), আকবর হোসেন (রংপুর) শফিকুল ইসলাম (লালমনিরহাট) ও আনিসুর রহিম (সাতক্ষীরা)।

By:News Network

Enacting laws for human rights defenders stressed

Enacting laws for human rights defenders stressed

News Source: http://www.newstoday.com.bd/index.php?option=details&news_id=2505247&date=2018-07-18

RANGPUR, July 17: Human rights activists at a workshop have stressed on enacting laws to ensure safety and security of the human rights defenders to promote their activities for protecting rights of the women and girls. They expressed the views at the regional project start-up workshop styled ‘Supporting Human Rights Defenders Working for Women’s and Girls’ Rights in Bangladesh’ project held at RDRS auditorium here on Monday, reports BSS. The News Network jointly with Udayankur Seba Sangstha (USS) organised the event participated by 70 editors, journalists, NGO officials, religious leaders, human and women rights activists from five districts of Rangpur division. Chief Executive Officer and Editor of the News Network Shahiduzzaman presided over the workshop and narrated goals of the project being implemented in Rangpur, Satkhira, Jashore, Rajshahi, Nilphamari, Dinajpur, Lalmonirhat and Kurigram districts. Mayor of Rangpur Mostafizar Rahman Mostafa attended the event as the chief guest. Executive Director of USS Alauddin Ali as the special guest spoke on the occasion moderated by President of Rangpur Press Club Sadrul Alam Dulu. The participants raised issues and problems being faced by grassroots level human rights defenders while preventing repression, torture and violence against women, adolescents, child marriage and sexual harassment. Shahiduzzaman said the journalists, civil society members and religious leaders are working as human rights defenders without any legal protection to protect human rights of the oppressed and tortured women and girls to build a better society. “The government should stand beside the human rights defenders by enacting necessary laws so that they could contribute more to protect rights of the women and girls for their proper development to attain sustainable development goals (SDGs). The chief guest said the present government has taken sensible steps to ensure equal rights of the women for flourishing their talents and leadership to accelerate women empowerment at all levels for attaining the SDGs. Favoring for enactment of necessary laws for the human rights defenders, he stressed on joint efforts of government officials, public representatives and human rights activists for protecting human rights of the women and girls to speed up national progress.

← Enacting laws for human rights defenders stressed
বাংলাদেশ হিউম্যান রাইটস্ ডিফেন্ডারস্ ফোরাম-এর কেন্দ্রীয় কমিটি গঠন →
  • Our Partners
  • Programmes
  • Annual Reports
  • Where We Work
  • Press Release
  • eNewsletter
  • Newsletter
  • Contact Us
Copyright © News Network. All rights reserved.